
মীর নাহিদা খানের অনুভূতি
নীরবে নির্জনে
একটু সময় নিয়ে,
গভীর হৃদয় এ
এসো আমার মনে।
তালে তাল মিলিয়ে
হাঁটো সাথে সাথে
আমি তোমাতে
চার চরণ মিলিয়ে।
নতুবা তোমার গভীরে
নতুন আলিঙ্গন এ,
চলে যাবো আমি
দিন শেষে তোমার ভীড়ে।
নীল আকাশ কালোতে
কালো মেঘ সরাতে,
রঙিন রংধনু মিশিয়ে
তোমার আলোতে।
শিশির বিন্দু
রহিতে ঘাসের উপর
ঝলমলিয়ে জ্বলে উঠে
হৃদয়ে এর সিন্দু।
আমি আমাতে
গভীর থেকে গভীরতায়,
তোমার হৃদয়ে
ঠাঁই পাই যেন তোমাতে।
লেখক- মীর নাহিদা খান
এম.চৌ:/পথিক নিউজ