বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসে নানান অঙ্গনের নারীরা তাদের মনের কথা বিভিন্ন ধাম্যমে প্রকাশ করছেন।
জানাচ্ছেন তাদের অগ্রগতির কথা, এ দিবসের গুরুত্বের কথা। কেউ আবার বলছেন আগামী শতাব্দীতে তারা নিজেদেরকে কোথায় দেখতে চান। তাদের সামনের দিনগুলোর সমস্যা, সম্ভাবনা ও স্বপ্নের কথা ব্যক্ত করছেন নিজস্ব দৃষ্টিভঙ্গিতে।
বিজ্ঞাপন
অপু-বুবলী-পূজার দৃষ্টিতে নারী দিবসঅপু বিশ্বাস
আরও পড়ুন: নারী অধিকার নিয়ে বলিউডের আলোচিত সিনেমা
বিজ্ঞাপন
দেশের শোবিজ অঙ্গনের নারীরাও এ থেকে পিছিয়ে নেই। নারী দিবসের প্রথম প্রহর থেকে অনেকেই বিভিন্ন কথা লিখছেন। ভক্তদের সঙ্গে তারা তাদের ভাবের আদান-প্রদান করছেন।
ঢাকাই চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নারী দিবস নিয়ে তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি নারী। আর এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারী শক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনো কিছুর সঙ্গে আপোষ না করে আমার এই হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে।’
অপু-বুবলী-পূজার দৃষ্টিতে নারী দিবসবুবলী
বিজ্ঞাপন
এ প্রজন্মের দর্শকপ্রিয় চিত্রনায়িকা বুবলী এ দিবসটি নিয়ে তার মনের ভাষা এভাবে ব্যক্ত করেছেন, ‘নারী মানে শক্তি, নারী মানে ভালোবাসা, নারী মানে মায়া, নারী মানে মা, নারী মানে কোমলতা, নারী মানে সততা, নারী মানে সাহসিকতা, নারী মানে মর্যাদা।’
বুবলী আরও লেখেন, ‘নারী মানে যোগ্যতা, নারী মানে সম্মান, নারী মানে ধৈর্য, নারী মানে সৌন্দর্য! বিশ্বের সকল নারীদের প্রতি জানাই নারী দিবসের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা!’
বিজ্ঞাপন
অপু-বুবলী-পূজার দৃষ্টিতে নারী দিবসপূজা চেরি
নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরিও আজকের দিনে পিছিয়ে নেই। তিনিও তার মতামত জানিয়েছেন এই দিনে। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সব নারীদের জন্য ভালোবাসা, নারী ক্ষমতায়নকে আরও উৎসাহিত করা হোক। শুভ হোক নারী দিবস।’
ইমি/পথিক নিউজ