অরুয়াইল প্রেস ক্লাবের কমিটি গঠন, সভাপতি সাহের উদ্দিন সম্পাদক মনসুর


সরাইল প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার উত্তরাঞ্চলের ইউনিয়ন সমূহের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত অরুয়াইল প্রেস ক্লাবের পূণাঙ্গ কমিটি ঘোষণা ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ১ নং অরুয়াইল ইউনিয়নের প্রাণকেন্দ্র অরুয়াইল বাজারে অবস্থিত ‘এটিআই’ এর অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে এই আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়।
অরুয়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশিমুল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইফুল ইসলাম,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.শফিকুল ইসলাম গাজী,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ এলাই মিয়া, সহকারী অধ্যাপক রেহান উদ্দীন, দৈনিক বাংলাদেশের খবরের সরাইল প্রতিনিধি এম.মনসুর আলী প্রমূখ।
অরুয়াইল প্রেসক্লাব কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন, সহঃ সভাপতিঃ প্রভাষক মিয়া মোহাম্মদ এলাহি ও সহঃ অধ্যাপক মোঃ রেহান উদ্দীন,সাধারণ সম্পাদক এম মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাশার আহমেদ,কোষাধ্যক্ষ এমদাদুল হোক এমদাদ, কার্যকরী সদস্য আবুল খায়ের আনসারী,সজিব আহমেদ, সামছুল হক ও হাসনাত কাইয়ূম।