
ব্রাহ্মণ্যবাড়িয়া ডেস্ক:
২ শতাধিক শিশু ও বয়স্কদের নতুন কাপড় উপহার বিতরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণ মানুষের সংগঠন আত্মীয়ের ষষ্ঠ বছরের পদার্পণ উদযাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার আখাউড়া উত্তর ইউনিয়নের ৫ টি আশ্রয়ন প্রকল্পে এসব উপহার দেয়া হয়। আয়োজনে সহযোগিতায় ছিল তৈরি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান বেবি এন্ড মমস।
বৃহস্পতিবার (১৭ আগস্ট )বিকেলে আজমপুর লিচু বাগান এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আত্মীয়ের নানামুখী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান,উপজেলা শিক্ষক নেতা মৌসুমী আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু,পৌর কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী (ইমরান), বেবি এন্ড মমসের স্বত্বাধিকারী মারজান উল করিম সুজন, সাংবাদিক মোহাম্মদ আবির,হাসান মাহমুদ পারভেজ,অমিত হাসান অপু,ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও আত্মীয়ের সংগঠক সাফায়েত রবিন, যুগ্ম আহবায়ক ও আত্মীয় সংগঠক সীমান্ত চৌধুরী, আত্মীয়ের সমন্বয়ক সুজন সাহা, হৃদয় দেব,আকিব চৌধুরী,কাজী রুবেল খাদেম, মোহাম্মদ মেহেদী হাসান,কাজী রিপন, অনুপ সাহা,ইমদাদ কিবরিয়া, মিনহাজুল মুনতাসীর প্রীতম, রাকিব ভূইয়া, সাইমা আক্তার, সাদমান সামাওন, মমতা ঘোষ মনি,খালেদ মোহাম্মদ শাওন,শেখ মুনিবা, সুরেশ দাসসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ২০১৮ সালে কলেজ বিশ্ববিদ্যালে অধ্যয়নরত ছাত্রদের একদল স্বপ্নবাজ তরুনদের সমন্বয়ে আত্মীয় প্রতিষ্ঠিত হয়। সগঠনের নিবন্ধিত রক্তদাতা প্রায় ২ হাজার।
এম.চৌ:/পথিক নিউজ