আলোর পথিক ইসলামী যুব সংগঠনের আত্মপ্রকাশ


নিজস্ব প্রতিবেদকঃ মাছিমপুর আলোর পথিক ইসলামী যুব সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল ১ জানুয়ারি শুক্রবার কাশেম মাষ্টারের বাড়িতে বাদ এশা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। উক্ত দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি, কলাকান্দি বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর ও সাবেক মেম্বার মনসুর আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাছিমপুর আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি হাসান মাহমুদ অপু, রিপন হাসান নিপু, সাংবাদিক জুয়েল রানা, ফারুক মাহমুদ, মোঃ খোকন মিয়া, শাহজালাল ও সাজ্জাদ হোসেন শ্যামল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাছিমপুর বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আলাউদ্দিন ছালেহী। সঞ্চালনা করেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর খন্ডকালিন শিক্ষক দীপু আহমেদ কাশেম। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাসেম, তৌফিক, সুমন, রবিউল, এনামুল, শফিক, হাসান, উজ্জ্বল, সুমন, আবদুল্লাহ, আনিছুর, শরিফ, সাগর, সাইফুল, আলাল, ফারহান, নাজমুল, মেহেদী, শেখ ফরিদ, সাব্বির, কামরুল, রবিন, তাহসিন, মঈন, মেহেদী, রাছেল, ফারুক, আমিন, ইয়াছিন, রবি ও আরিফ প্রমুখ।
পথিকনিউজ/এইচ কে