W3Schools.com  

আশুগঞ্জের চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত (৪৮) তম শাহাদাৎ বার্ষিকী

লেখক: Md Emon
প্রকাশ: ১১ মাস আগে

আশুগঞ্জের চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত (৪৮) তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, শোক সভা, মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত। মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত (১৫ ই) আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (৪৮ তম) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল দশটায়, চর চারতলা ইউনিয়ন পরিষদ চত্বরে, শোক সভা, মিলাদ, দোয়া মাহফিলের মধ্য দিয়ে গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এসময়, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এড. মোঃ কামরুজ্জামান আনসারী’ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, সেসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা চাই, ব্রাহ্মণবাড়িয়া (০২) সরাইল – আশুগঞ্জ নির্বাচনীয় এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যার্শী। তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবুল কালাম, সাধারণ সম্পাদক, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগ।