মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর চৌরাস্তা মোড় সংলগ্ন সোহেল মিয়ার বালুর মাঠে, পবিত্র ঈদুল আজহা'কে সামনে রেখে কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। ( ১৬ জুন) শুক্রবার সকাল সাড়ে দশটার সময় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উক্ত কোরবানির পশুর হাট উদ্বোধন কালে, তালশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ সোলাইমান সেকান্দরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা, এড. মোঃ কামরুজ্জামান আনসারী' সাবেক সভাপতি, বাংলাদেশ আইন সমিতি, সেসময় আরো উপস্থিত ছিলেন, এস. এম. নাহিদ সাবেক সাধারণ সম্পাদক তালশহর ইউনিয়ন আওয়ামিলীগ। তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমান মেম্বার, সোহেল মেম্বার, (০২ নং) ওয়ার্ড সদস্য, নিয়াজ কাজী মেম্বার, ফরহাদ আনসারী, যুবলীগ নেতা তফছিরুল ইসলাম, নিয়াজ শরীফ আহমেদ, সিরাজ মোল্লা, শাহ্ আলম মোল্লা, সৈয়দ মিয়া, নিয়াজ হাকিম, শেখ হাবিবউল্লাহ, ধন মিয়া শিং, মাসুদ শিং এমরান শিং, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, বাজার পরিচালনায়, নিয়াজ আক্তার মেম্বার, এক স্বাগত বক্তব্যে বলেন, আশাকরি পবিত্র ঈদুল আজহা'কে সামনে রেখে কোরবানির পশুর হাট জমে উঠবে, আজ প্রথম দিনে বেশকিছু গরু, মহিষ, ছাগল বেড়া, বাজারে আসতে শুরু করেছে ইতিমধ্যে বেশকিছু গরু বিক্রয় হয়েছে, বাজারে কোরবানির পশু কেনা- বেচা করতে পেরে ক্রেতা - বিক্রেতা উভয় খুশি।
আশাকরি, আমাদের কোরবানির পশুর হাট শুক্রবার, সোমবার সহ ঈদের দিন সকাল পর্যন্ত চলবে, এখানে হাটে আসা বিভিন্ন ক্রেতা - বিক্রেতাদের জন্য খাওয়া - দাওয়া সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্হা করা হয়েছে বাজার পরিচালনা কমিটির মাধ্যমে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে বলে ও জানান তিনি। সেসময় আরো উপস্থিত ছিলেন, তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তালশহর গ্রাম সহ আশপাশের এলাকার বিভিন্ন গ্রামের ক্রেতা, বিক্রেতা গণ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center