আশুগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেলেন একহাজার পরিবার

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা ও ঈদ উপহার পেলেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবার।
১0ই মে সোমবার আশুগঞ্জ উপজেলা চত্বর মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, মানবিক খাদ্য সহায়তা ও ঈদ উপহার পেয়ে খুশি বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন অসহায় একহাজার পরিবার। অনুষ্টানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. হানিফ মুন্সী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাছাড়াও উপস্হিত ছিলেন, সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান আশুগঞ্জ উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক, আল মামুন।