আন্তর্জাতিক ডেস্ক |
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি–তে ইসরায়েলি হামলার মাঝেও সাহসিকতার সঙ্গে সংবাদ উপস্থাপনা চালিয়ে যাওয়া উপস্থাপিকা সাহার এমামি-কে সম্মানিত করল ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি ঘোষণা দিয়েছেন, দেশটির জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে সাহস, পেশাদারিত্ব এবং সংবাদমাধ্যমে অনমনীয় অবস্থানের জন্য সাহার এমামিকে প্রদান করা হচ্ছে সম্মানজনক ‘সিমন বলিভার পুরস্কার‘।
গত ১৬ জুন ইসরায়েল দখলদার বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় সরাসরি সম্প্রচারে ছিলেন উপস্থাপিকা সাহার এমামি।
হামলার তীব্রতায় কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গেলেও, সাহার কিছুক্ষণের মধ্যেই সাহসিকতার সঙ্গে আবার সংবাদ উপস্থাপনায় ফিরে আসেন।
তার এই দৃঢ়তা দ্রুতই ইরানজুড়ে প্রশংসিত হয় এবং যুদ্ধকালীন সময়ে সাহস ও সংকল্পের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেন।
পুরস্কার ঘোষণার সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন—
“ইরানের সংবাদকর্মীরা শুধু পেশাগত দায়িত্ব পালন করছেন না, তারা সম্মানের সঙ্গে প্রতিরোধের বার্তা দিচ্ছেন। সাহার এমামি হচ্ছেন সেই প্রতীক, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাঝেও নির্ভীক থেকে সত্য প্রকাশ করেছেন।”
তিনি আরও বলেন, ইরান সরকারের, জনগণের এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তা ও প্রতিরোধ বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাহার এমামির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। একইসঙ্গে আইআরআইবি-র অন্যান্য নিহত সংবাদকর্মীদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে।
বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার শুধু একজন উপস্থাপিকার প্রতি সম্মান নয়, বরং একটি সাংবাদিকতা, সত্য, এবং প্রতিরোধের জয়গান।
যুদ্ধের বিভীষিকায় সত্য বলার এই সাহসিকতা আন্তর্জাতিক সাংবাদিকতা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সূত্র: প্রেস টিভি