সিয়াম সাধনার এক মাস কাটিয়ে আসে ঈদুল ফিতর—আনন্দ ও উদযাপনের দিন। এই দিনে নতুন পোশাক, সাজসজ্জা আর উজ্জ্বলতায় ভরে ওঠে চারপাশ। মুসলিম নারীদের জন্য ঈদের সাজ হতে পারে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে স্বতন্ত্র ও আকর্ষণীয়। চলুন জেনে নেওয়া যাক এবারের ঈদে কেমন হতে পারে আপনার সাজ।
ঈদের দিনে দীর্ঘ সময় পরিজনের সঙ্গে কাটাতে হয়, তাই পোশাক হওয়া চাই আরামদায়ক এবং স্টাইলিশ।
ঐতিহ্যবাহী সাজ: সিল্ক, কাতান, জামদানি বা মসলিনের শাড়ি আপনাকে দেবে আভিজাত্যপূর্ণ লুক। সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও হালকা গয়না পরতে পারেন।
আধুনিক লুক: যারা শাড়ির বাইরে একটু ভিন্ন কিছু চান, তারা বেছে নিতে পারেন স্টাইলিশ আনারকলি, আবায়া বা কুর্তি-পালাজো কম্বো। হালকা এমব্রয়ডারি বা প্যাস্টেল শেডের পোশাক জনপ্রিয়তা পাচ্ছে এবারের ঈদে।
ঈদের দিনে মেকআপ হওয়া উচিত হালকা, কিন্তু উজ্জ্বল।
বেস মেকআপ: ত্বকের ধরন অনুযায়ী হালকা ফাউন্ডেশন, বিবি বা সিসি ক্রিম ব্যবহার করুন।
চোখের সাজ: স্মোকি আই মেকআপ বা হালকা ব্রাউন শেডের আইশ্যাডো এখন বেশ ট্রেন্ডি। কাজল ও মাসকারা দিয়ে চোখকে আরও আকর্ষণীয় করে তুলুন।
লিপস্টিক: ন্যুড, পীচ, রেড বা ডার্ক ম্যারুন লিপস্টিক এবারের ঈদে বেশ জনপ্রিয়।
খোলা চুলে হালকা ওয়েভি লুক আনতে পারেন বা চাইলে খোঁপা বা বেণি করতে পারেন।
যারা হিজাব পরেন, তারা সিল্ক বা কটনের লাইটওয়েট হিজাব বেছে নিতে পারেন, যা আরামদায়ক এবং ট্রেন্ডি।
ঈদে সোনার গয়নার পাশাপাশি অক্সিডাইজড বা পার্লের গয়না দারুণ মানিয়ে যায়।
হাতে চুড়ি, আঙুলে রিং ও নাকে নথ পরলে সাজ আরও আকর্ষণীয় দেখাবে।
ক্লাসি ব্যাগ ও মানানসই জুতা আপনার পুরো লুককে সম্পূর্ণ করবে।
ঈদের দিনে নিজেকে সতেজ ও আকর্ষণীয় রাখতে লাইট ফ্লোরাল বা উডি সুগন্ধি ব্যবহার করুন।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই নিজের স্বাচ্ছন্দ্য বজায় রেখে পছন্দের সাজে নিজেকে উপস্থাপন করুন, আত্মবিশ্বাসের সঙ্গে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক! 🎉