মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া: প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক শাহীন আল মামুন রচিত উপন্যাস অলকা’ নিয়ে এক মননশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।
শুক্রবার (২৩ মে) বিকাল ৪টায় শহরের কাউতলী স্বপ্নতরী কনভেনশন হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী, শিক্ষক, কবি, গবেষক ও সংস্কৃতি কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। তিনি বলেন, অলকা’ শুধু একটি উপন্যাস নয়, এটি আমাদের সমাজ ও মানুষের অন্তর্গত যন্ত্রণার দর্পণ। সাহিত্যের ভেতর দিয়ে লেখক সমাজের সত্য তুলে ধরেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত গবেষক ও শিল্পবিদ ড. শামসুদ্দিন আহমেদ খোকন উপন্যাসটির শৈল্পিক বিশ্লেষণে বলেন, অলকা’ একটি গবেষণাধর্মী সাহিত্যকর্ম। ভাষার গঠন, চরিত্রের নির্মাণ এবং কাহিনির ভেতরে মানবিক বোধ অত্যন্ত প্রশংসনীয়। লেখকের সাহিত্যচিন্তা আমাদের ভাবনার পরিধিকে প্রসারিত করে।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবর্দ্দন পাল বলেন, “উপন্যাসটি নাট্যরূপ পেলেও সমাজের অনেক প্রশ্নের উত্তর মিলবে। এটি শুধু সাহিত্য নয়, সাংস্কৃতিক ইতিহাসেরও দলিল হয়ে থাকবে।”
নিজের অনুভূতি প্রকাশ করে লেখক শাহীন আল মামুন বলেন, অলকা’ আমার আত্মার আর্তনাদ। এই উপন্যাসে আমি আমাদের সমাজ, সংস্কৃতি ও মানুষের যন্ত্রণাকে তুলে ধরার চেষ্টা করেছি। পাঠকদের সাড়া আমার জন্য অনুপ্রেরণা।”
সভায় সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আমির হোসেন, তিনি বলেন, এই প্রজন্মের সাহিত্যে এমন গভীর ভাবনার উপন্যাস আশার আলো জাগায়। অলকা’ সাহিত্যে এক শক্তিশালী সংযোজন।
অলকা উপন্যাস নিয়ে পাঠ আলোচনা করেন মহিলা কলেজের প্রভাষক কবি মুসলেম উদ্দিন সাগর, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ, উদিচির জেলা সাধারণ সম্পাদক ফেরদোস আলম ।
বিশেষ অতিথি সাহিত্যিক জাহিদুল হোসেন, আব্দুল মান্নান সাগর , রোকেয়া রহমান কেয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোজ্ঞ ভঙ্গিতে মনিরুল ইসলাম শ্রাবণ।
এই আলোচনা সভা কেবল একটি উপন্যাসকে কেন্দ্র করে নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্যিক চেতনার জাগরণ হিসেবেই বিবেচিত হয়েছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।