
অনলাইন ডেস্ক রিপোর্ট : এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার আসন্ন দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। ভিকটিম এখনো মামলা করেনি।
যে ক্রাইম করবে তার শাস্তি হবে।
তিনি আরও বলেন, এডিসি সানজিদাকে রংপুরে বদলি করা হয়নি, এটা গুজব।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর পর বিপাকে পড়েন রমনা জোনের এডিসি হারুন অর রশীদ। রমনা থেকে প্রত্যাহার করে তাকে এবিপিএনে যুক্ত করা হয়েছে।
এর আগেও তাকে ঘিরে রয়েছে নানা বিতর্কিত ঘটনা। গত কয়েক বছরে ৩১তম বিসিএস-এর এই পুলিশ কর্মকর্তা একের পর এক নানা কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে জানা গেছে।
এম.চৌ:/পথিক নিউজ