যুক্তরাষ্ট্রের বহুজাতিক করপোরেশন ও প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারদর দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছেছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এনভিডিয়ার পুঁজিবাজারে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। খবর: রয়টার্স।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার স্টক মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে ২৭৭ বিলিয়ন বা ২৭ হাজার ৭০০ কোটি ডলারে, যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনো একক দিনের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল মেটা প্ল্যাটফরমসের। গত ২ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বিনিয়োগকারীদের প্রথমবারের মতো লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। এরপর তাদের স্টক মার্কেট ভ্যালু দাঁড়ায় ১৯৬ বিলিয়ন বা ১৯ হাজার ৬০০ কোটি ডলারে।
এনভিডিয়ার এই রেকর্ড পেছনে ফেলে দিয়েছে কোকাকোলার সামগ্রিক ভ্যালুকে। কোকাকোলার মার্কেট ভ্যালু ২৬৫ বিলিয়ন বা ২৬ হাজার ৫০০ কোটি ডলার।
চিপনির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশন আবারও সবচেয়ে মূল্যবান আমেরিকান কোম্পানির তালিকার তৃতীয় স্থান ফিরে পেয়েছে। পেছনে ফেলে দিয়েছে আমাজন ডটকম ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে। তাদের সামনে রয়েছে মাইক্রোসফট ও অ্যাপল, এই দুই প্রতিষ্ঠানের ভ্যালু যথাক্রমে ৩ দশমিক ০৬ ও ২ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার।
এনভিডিয়ার শেয়ারের দাম ১৬ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮৫ ডলার ৩৮ সেন্টে। মুনাফার এ হার চলমান থাকলে কোম্পানিটি তার বাজার মূলধনে প্রায় ২৬০ বিলিয়ন বা দুই হাজার ৬০০ কোটি ডলার যোগ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক কোম্পানিটির এই সাফল্য বৈশ্বিক এআই-নির্ভর প্রযুক্তি শেয়ারে ব্যাপক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০, ইউরোপের স্টক্স ৬০০ ও জাপানের নিক্কেই রেকর্ড উচ্চতায় ওঠে।
এদিন বিনিয়োগকারীরা এনভিডিয়ার ৬৫ বিলিয়ন বা ছয় হাজার ৫০০ কোটি ডলারের শেয়ার লেনদেন করে, যা এসঅ্যান্ডপি ৫০০ সূচকে মোট ট্রেডিংয়ের এক-পঞ্চমাংশ। ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৮ শতাংশ।
রেকর্ড দুই ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলকে পৌঁছানোর মাধ্যমে এনভিডিয়াই হবে প্রথম কোম্পানি, যাদের বাজারমূল্য ৯ মাসের মধ্যে এক ট্রিলিয়ন ডলার বেড়েছে। বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ক্রমবর্ধমান চাহিদার কারণে সিলিকন ভ্যালির এই চিপনির্মাতা কোম্পানিটি তাদের প্রথম ত্রৈমাসিকে রাজস্বের ২৩৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা এর আগে ধারণা করেছিলেন, কোম্পানটির রাজস্ব তাদের প্রথম ত্রৈমাসিকে ২০৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
উচ্চপ্রযুক্তির চিপের বাজারের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে এনভিডিয়া। তাদের চতুর্থ ত্রৈমাসিকের আয় এক বছর আগের চেয়ে তিন গুণের বেশি বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ১০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
বর্তমানে এআই-সংবলিত আপগ্রেডেড চিপের চাহিদা বেশি। এমন সময়ে বড় ডেটা সেন্টারগুলোর কাছে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং চিপের চাহিদা বেড়ে যাওয়ায় গত তিন ত্রৈমাসিকে তাদের রাজস্বের পরিমাণ আগের চেয়ে দ্রুত হারে বাড়ছে। অন্যান্য চিপনির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ এবং ব্রডকমের ৬ দশমিক ৩ শতাংশ। এসব কোম্পানির শেয়ার লেনদেনের কারণে ফিলাডেলফিয়া সূচক বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা ২০২৩ সালের মে মাসের পর সর্বোচ্চ।
বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেলের বিনিয়োগ পরিচালক রুশ মোল্ড বলেন, অষ্টাদশ শতকে গোল্ড রাশের সময় যারা মূল্যবান ধাতুর খোঁজ করছিলেন এবং তা পাচ্ছিলেন, তারা বেশি আয় করেননি। বেশি আয় করেছে তারাই যারা ওই কাজের অগ্রগতির জন্য সরঞ্জাম সরবরাহ করেছে। এনভিডিয়াও কার্যকরভাবে এই প্রযুক্তি বিপ্লবের সময়ে একই ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের ধারণা, চীনের কাছে চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়ার ফলে তাদের রাজস্ব আয় বাধা পেতে পারে। এনভিডিয়া তাদের চতুর্থ ত্রৈমাসিকের মোট রপ্তানির প্রায় ৯ শতাংশ করেছে চীনে। এটি চীনে তাদের আগের ত্রৈমাসিকে রপ্তানির চেয়ে প্রায় ২২ শতাংশ কম।
ইমি/ পথিক নিউজ