এনায়েতপুরে নারীকে বিবস্ত্র করে হামলার অভিযোগ, ন্যায়বিচারের আকুতি ভুক্তভোগীর

লেখক: মোঃ তারেক রহমান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ জেলার এনায়েত পুর থানার খুকনী রহমত খোলায় জামায়াতের সদস্য  কর্তৃক মহিলার সম্ভ্রম হানি ও হত্যার পরিকল্পনায় সন্ত্রাসী কর্মকাণ্ড। ১৭ মে ২০২৫ ইং গত তারিখ শনিবার অনুমানিক সকাল   সাত ঘটিকায়  অএ মহল্লার বাসিন্দা মৃত আশরাফ আলীর স্ত্রী মোছাঃ ফুলে বেগম এর নাবালক পুত্র মোঃ রাসেল হোসেন কে  উক্ত ঘটনার প্রধান আসামি এর ছেলে মোঃ তামিম হোসেন এর মধ্যে উত্তেজনা মূলক বাকবিতন্ডা ও কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনা স্থানীয় ঘরোয়া ভাবে মিমাংসা করতে গেলে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই জামায়াত সদস্য আব্দুর রউফ তার দোষী ছেলের বিচার না করে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ কে গালি দেয় এবং ভুক্তভোগী ফুলে বেগম ও তার সন্তানদের মেরে ঘুম করার হুমকি দেয় । জামায়াত সদস্য আব্দুর রউফ ফুলে বেগমের বাড়ী থেকেই ফোন দিয়ে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা  মোঃ বাবু হাজি কে আসতে বলে। বাবু হাজি এসে আব্দুর রউফ কে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে। এর দরুন আব্দুর রউফ  আরো অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে উঠে। তার ডাক চিৎকারে কিছু লোক জমায়েত করে ফুলে বেগমের বাড়ী উঠানেই তাকে বিবস্ত্র করে দস্তা দস্তী করে কোমর থাকা লোহার হাতুড়ি দিয়ে হত্যা উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আঘাত প্রাপ্ত ফুলে বেগম রক্তাক্ত অবস্থায় মাটি তে লুটিয়ে পরে। মোবাইল ফোনে ঘটনার ছবি তুলতে গেলে উপস্থিত বাবু হাজি তাদের কে হুমকি দেয় ও ফুলে বেগমের চিকিৎসা সেবা প্রদানে বাধা দেয়। আওয়ামী সন্ত্রাসী বাবু হাজি দূরদর্শী ভোট ডাকাত । ভোট কেন্দ্র দখল ও চাঁদাবাজিই তার পেশা। বর্তমান জামায়াত সদস্যদের অধিনেই এখন আবার নতুন করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।  ভুক্তভোগী ফুলে বেগমের অবস্থা বেগতিক দেখে তার নিকট আত্মীয় স্বজন সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করে এবং চিকিৎসা সনদ দেখিয়ে আইনি সহযোগিতার পাওয়ার জন্য একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর থেকেই আরও বেশি হুমকির সম্মুখীন হচ্ছে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীরা। এ বিষয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট ভুক্তভোগী আকুল আবেদন যাতে করে ভুক্তভোগী ন্যায় বিচার পায় ।