এবার করোনার কবলে মুমিনুল হক।


স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। গতকাল সোমবার শরীরে হালকা জ্বর ভাব দেখা দেওয়ায় বিকালে সতর্কতার জন্য করোনা পরীক্ষা করান তিনি। আজ মঙ্গলবার দুপুরে রিপোর্ট পেলে দেখা যায় করোনা পজিটিভ তিনি।
শুধু মুমিনুলই নন, আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী ফারিহা বাশারও। গতকাল কোভিড পরীক্ষার পর পজিটিভ এসেছে দুজনের।খবরটা মুমিনুল নিজেই নিশ্চিত করেছেন।
কোভিড পজিটিভ হওয়ার কারণে আসন্ন বঙ্গবন্ধু টি–টোয়েন্টি খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।বর্তমানে আইসোলেশনে থেকে কয়েকদিন পরই দ্বিতীয় টেস্ট করাবেন মুমিনুল।
তিনি বলেন, বাসায় এখন আইসোলেশনে থাকবো। আমি এমনিতে বাড়তি সতর্ক হয়ে চলাফেরা করতাম।তবে, এখন আরোও সতর্ক থাকতে হবে।
গত পরশু করোনায় আক্রান্ত ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছেন টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে কোভিড পরীক্ষা করে সেটিতে পজিটিভ হয়েছেন তিনি। ফলে পিএসএলের প্লেঅফে খেলার চিন্তা বাদই দিতে হচ্ছে। দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন করোনায়।
পথিকনিউজ/অনামিকা