ওগো বৃষ্টি আর অঝোরে ঝরো না


ওগো বৃষ্টি আর ঝরো না
রাবেয়া জাহান :
বৃষ্টি নিয়ে কতো গান, কতো কবিতা। সাহিত্যিকদের সাহিত্য রচনার এক রসালো উপাদান হচ্ছে বৃষ্ট। বৃষ্টির রিম ঝিম শব্দ ,অট্রালিকায় বসবাসকারী মানুষদের জন্য আনন্দের খোরাক হলেও বস্তিতে মানবেতর জীবনযাপনকারী মানুষদের জন্য এই বৃষ্টি নিয়ে আসে অন্তহীন দুর্ভোগ । কিছু কিছু বস্তিতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর যখন কয়েকদিনের টানা বৃষ্টি হয়, তখন এই মানুষগুলোর কষ্টের কোনো সীমা থাকে না।
করোনা ভাইরাসের দাবানলে এই খেটে খাওয়া মানুষগুলোর জীবন এমনিতেই বিপর্যস্ত , তার উপর এই টানা বৃষ্টির জন্য তাদের বাড়িতে হাটুঁ পরিমাণ পানি জমে এক অচলাবস্থা বিরাজ করছে। । । এই অবস্থায় রান্না খাওয়ার কোনো উপায় থাকে না। তাছাড়া , বৃষ্টিতে তারা কাজে ও যেতে পারে না। মাটির রাস্তাগুলো কাদায় একেবারে একাকার হয়ে যায়। এই রাস্তা দিয়ে চলাচল করা হয়ে উঠে খুবই ঝুকিপূর্ণ , বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য। এমন দিনে খেটে খাওয়া মানুষগুলোর উনুনে চড়ে না হাড়ি। ঘরের বাচ্চাগুলোও না খেয়ে উপোস দিন যাপন করে।
অন্যদিকে, সৌখিনরা সেদিন খায় ভোনা খিচুরী, মোরগ পোলাও। গানে গানে জমে উঠে আড্ডার আসর , লুডু খেলা আরো কতো কি। অথচ , ধনীর দুলালরদের অনেকেই গরীবদের জীবনের এই কঠিন বাস্তবতা সম্পর্কে একেবারেই অবগত নয়। এই দুর্দিনে গরিব অসহায় মানুষগুলো কেমন করে সংগ্রাম করে টিকে আছে , তা বর্তমান প্রজেন্মের কিশোরদের ও তরুণদে উপলব্দি করা প্রয়োজন, । এই উপলব্দি একদিকে তরুণদের মনে সৃষ্টি করবে মানবতা, অন্যদিকে তাদেরকে কল্পনার জগত থেকে বের হয়ে জীবনের যেকোনো কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে সহযোগিতা করবে।