ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ১০ জুন মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিনিটে পথিক মিডিয়া সেন্টারের কার্যালয়ে কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের আয়োজনে মেহেদী হাসান উজ্জল এর প্রথম উপন্যাস “যে প্রেম এসেছিলো” এর পাঠ উন্মোচন করা হয়েছে।
এসময় আলোচনায় অংশ নেন রম্য লেখক পরিমল ভৌমিক, কবি ও গীতিকার আবদুর রহিম, উদীচী শিল্পী সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, পথিক মিডিয়া সেন্টারের কর্ণধার কবি ও লেখক লিটন হোসেন জিহাদ, সি আর বি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আজিজা বিলকিস (সোপান), কবির কলম সাবেক সহ সভাপতি কাজী জহির, কবি মাসশরিকি সিপার, কবি শামীম মিয়া, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য শাহ আলম পালোয়ান, কবির কলম সদস্য সচিব মুরাদ আল হাসান, সদস্য তারিকুল হাসান, সোনালী সকাল এর সদস্য আশিকুর রহমান, সালাউদ্দিন, সাগর, বশির, শান্ত, তাজিম, জিহাদ ও স্বর্ণা প্রমুখ।
ফাহিম মুনতাসিরের পরিচালনায় সভাপতিত্ব করেন কবি হুমায়ুন কবির।
আলোচকগণ বলেন তরুণ এই লেখক আমাদের সম্পদ, তাঁর প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। এছাড়াও তাঁরা ঔপন্যাসিক মেহেদী হাসান উজ্জল এর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের সহযোগিতায়- সৃজন সাহিত্য সংগঠন ও সোনালী সকাল।