কবিতা:- “পর্দার ওপারে”


জ্বলুক জীবন,জ্বলুক শিখা উৎপত্তি হোক সে অগ্নির ভক্ত।
স্বার্থক হোক এক আয়ু, যবে মিলবে তার দিদার, সবে দেখা হবে, পর্দার ওপারে।
হতাশা যখন ধেয়ে আসে নিরুপায় মোরা, আশার বাণী কে দেবে হে?
খোদা ভুলে যেও না তবে, মনে রেখ হে – কৃষ্ণকালো মেঘ থেকে ভারী বর্ষণ নামে। পর্দার ওপার হতে।
মোরা হব প্রদীপ,হব সত্য ও ন্যায়ের সিঁড়ি।
কিংবা হব শক্তির প্রতীক, উপশম করবো মানব হৃদয়ের যন্ত্রণার গতি। তবেই সন্তুষ্ট হন, পর্দার ওপারের তিনি।
জ্ঞানী নয় মানব তুমি, পর্দার ওপারের সৃষ্টি।
সরিষাসম অহংকার নিয়ে, পর্দার ওপারে জবাব দেবে কি?
জ্ঞানী যদি হতে চাই মোরা, বর্জন করবো অন্যায়ের নীতি।
চোখ দিয়ে যারা ভালবাসে, বিদায় তাদের তরে।
মন হতে যারা ভালোবাসে, বিচ্ছেদ বলে নেই কিছু, তাদের এই ধরণীর বুকে। যা করবে নাট্যমঞ্চে, তা যাবে সাথে।
পূণ্যি যদি করো হে! দেখা পাবে পর্দার ওপারে।
কলমে:- সানজানা খাঁন