ব্রাহ্মণবাড়িয়া নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে জালাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে, শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া একই গ্রামের তুফানী বাড়ির মৃত সারু মিয়ার ছেলে।
নিহত জালাল মিয়ার ছেলে তানভীর জানান, শনিবার সন্ধ্যার দিকে তার বাবা জালাল মিয়া ছোট বোনকে (১৪) কলা ও রুটি কিনে এনে দেন। এরমধ্যে একটি কলা পচা হওয়ায় মেয়েটি ওই কলা বাবার দিকে ছুড়ে মারে। এতে জালাল মিয়া খুব কষ্ট পান। পরে ঘরে রাখা গাছের পোকামাকড় মারার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
জালাল মিয়াকে মুমূর্ষু অবস্থায় প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেলের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র: jagonews24.com
পথিক নিউজ/ মো:ইমন
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center