কাউয়া বিরিয়ানি খ্যাত অভিনেতা বিজয় রাজ গ্রেপ্তার।


প্রায় ৫০টি বলিউড ছবিতে অভিনয় করেছেন বিজয় রাজ। তিনি পরিচিত ওয়েলকাম’, দিল্লি বেলি’, দেড় ইশকিয়া’, মুম্বাই এক্সপ্রেস’, বোম্বে টু গোয়া’, কোম্পানি’ মুনসুন ওয়েডিং’ ছবিগুলো দিয়ে। বিজয় রাজ ছবি পরিচালনাও করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রদেশে শেরনি’ নামে একটি ছবির শুটিংয়ের সময় বিজয় রাজ এক নারী কারিগরি সদস্যের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে, ৩০ বছরের এক নারী সহকর্মীকে বেশ কয়েক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিলেন বিজয়। তাঁরা একই হোটেলে ছিলেন এবং তিন দিন ধরে বিজয় ওই নারীকে ক্রমাগত হেনস্তা করতে থাকেন। অবশেষে গত সোমবার স্থানীয় থানায় রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নারী।
মহারাষ্ট্রের গোন্ডিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। তবে শর্ত সাপেক্ষে বিজয় রাজকে জামিন দেওয়া হয়েছে।
পথিকনিউজ/অনামিকা