কাতার প্রতিনিধি,গত সোমবার, ২৩ জুন ২০২৫ কাতারে সংঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। এতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারবর্গের প্রতি সতর্কতা এবং সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অহেতুক ঘোরাঘুরি না করে সতর্ক থাকা, শান্তি ও স্বাভাবিকতা বজায় রেখে নিরাপদ অবস্থানে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নির্দেশনা অনুযায়ী, কাতারে সম্প্রতি সংঘটিত ঘটনাসমূহের ভিডিও, ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা পুনরায় প্রচার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। অননুমোদিত ছবি বা ভিডিও প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন ও ইমেইল ঠিকানা প্রদান করা হয়েছে:
জরুরি প্রয়োজনে যোগাযোগ:
হটলাইন নাম্বার: +৯৭৪ ৩৩৩০৩০০০
ইমেইল: Mission.Doha@Mofa.Gov.Bd
BdootQat@Gmail.Com
সবশেষে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সকল প্রবাসীদের শান্তিপূর্ণ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে।