কাতারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর

লেখক: Fahmida Firoz
প্রকাশ: ১ মাস আগে

কাতারে শহিদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুরে আলম জাহাঙ্গীর : কাতার প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় (২৯ মে) রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, কাতার প্রবাসী প্রকৌশলী আমানত হোসাইনের সভাপতিত্বে ও
যুবদল নেতা গাজী কাউসারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাতারের বিশিষ্ট ব্যাবসায়ী এ আর মামুন খান।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কাতার যুবদলের সিনিয়র নেতা আব্দুর রহিম বাদশা, মামুন মৃদা, কামরুল হাসান, মাসুদ রানা, রাজু ফরাজি, ইমরান রাজু সহ কাতার যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে যুবকদের উৎসাহ প্রদান করেন।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত ও দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে
প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

পোগ্রাম সফল করায় কাতার যুবদলের প্রত্যেকটি ইউনিটকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান যুবদল নেতা আব্দুর রহিম বাদশা।