কালিকচ্ছ পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

কালিকচ্ছ পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
সরাইল প্রতিনিধি: সরাইল উপজেলাধীন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজ ২২ মে রোজ শুক্রবার এলাকার প্রায় শতাধিক কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি এড. জিয়াউল হক মৃধা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, ব্যবস্হাপনা কমিটির সদস্য অহিদুজ্জামান লস্কর অপু, আবু শামীম ছানা, মোঃ আলী মিয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ সরাইল উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ শাহাগির মৃধা, হৃদয়ে সরাইল সংগঠনের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ মৃধা দুলাল, এস এন টিভির প্রতিনিধি মোঃ কামাল পাঠান,পূবের আলো টিভির প্রতিনিধি মোঃ সিয়াম,এবং গ্রুপের এডমিন মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ( দরবেশ) সহ উক্ত গ্রুপের প্রাক্তন শিক্ষার্থীরা।