কালীগঞ্জ সার্ব্বজনীন কালীবাড়ী পূজা মন্ডবে ফিতা কেটে দূর্গাৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী শারদীয়া দূর্গোৎসবের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বড় বাজার সার্ব্বজনীন কালীবাড়ী পূজা মন্ডবে ফিতা কেটে দূর্গাৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা।কালীগঞ্জ সার্ব্বজনীন কালীবাড়ী পূজা কমিটির সভাপতি বাবু রবিন্দ্রনাথ দত্তের সবাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খার সঞ্চালনায় অনুষ্টানে আরো উপ¯ি’ত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের কালীগঞ্জ শাখার সাধারন সম্পাদক উজ্জল অধিকারী সহ কালীবাড়ী পূজা উদযাপন কমিটির অন্নান্য সদস্যগন।