“কোনো একদিন”


আরিয়ানা আমীর
দুজন নিজ নিজ গন্তব্যে যেতে ব্যস্ত
হঠাৎ মুখোমুখি কোনো এক
অজানা পথে।
বাকরুদ্ধ হয়ে যাওয়া খানিককাল সময়,
থমকে দাড়ানো।
ফিরে চলা শুরু নিজ গন্তব্যের দিকে,
পিছু ফিরে বার বার তাকানো।
চলার পথে কিছুটা সময়
পুরনো স্মৃতি পায়ে নিয়ে হাটা
ভাবতে থাকা অনেক কিছু।
ভেবে নেয়া,
হয়তো সে পৌছে গিয়েছে তার স্থানে,…
আবারও মনে করা,
নিজের অপরাধ গুলো
যা তাকে কষ্ট দিয়েছে খুব….;
চলতে চলতে কখন যে পথের মাঝে চলে আসা
সেদিক পানে তাকানোর কথাই ভাবি নি
শাস্তি যা পেয়েছি হয়তো সেটুকুও সামান্য
তা ভেবে সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করা মৃত্যুর।
যা হবে উপযুক্ত।
হঠাৎ গাড়ির হর্ণ বেজে উঠা পিছ থেকে;
তাকানোর ফুরসত পাই না।
সাথে সাথেই
চাইতে থাকা অনুরোধ প্রাপ্তি।
হয়তো জানবে না কোনোদিন…..
তাকে দেয়া কষ্টের শাস্তি পূর্ণ করেছে প্রভু।
ঘৃনায় জড়ানো হৃদয়ে
হয়তো জানলেও ফুল দিবে না এসে
আমার উপর চাপা মাটির উপরে…;
সৃষ্টিকর্তা বড়ই অদ্ভুদ।
চাইবার আগেই কখনো কিছু দেয়
কখনো বা চাওয়া মাত্র
আবার কখনো বা হাজার চাইবার বহুদিন পর
কখনো যা চাই তার উল্টো দিয়ে দেন।
তার ইচ্ছা মানবের বুঝা শক্তি কই!!
কেবলই নিজের অন্তিমের প্রতিক্ষা।
কারো মঙ্গলের কামনা,
এইতো আর কি চাই!
লেখিকাঃ
আরিয়ানা আমীর