অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি ছিল আগে থেকেই। টসের পরও হানা দেয় বৃষ্টি। তবে সেটা নির্ধারিত সময়ে ম্যাচ শুরুতে বিঘ্ন ঘটাতে পারেনি।
খেলা না হলে ১৭ রানে জিতবে বাংলাদেশতবে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য যখন তাড়া করছে বাংলাদেশ, তখন বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে সেই বৃষ্টি বাংলাদেশের দর্শকদের জন্য স্বস্তিরই।
বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের খেলা শেষ হতেই বৃষ্টি হানা দেয় অ্যাডিলেডে। বাংলাদেশ তখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬।
যদি এই অবস্থা থেকে ম্যাচ আর না হতে পারে তাহলে বৃষ্টি আইনে ১৭ রানে জয় পাবে বাংলাদেশ।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center