গোপালগঞ্জ প্রতিনিধি,গোপালগঞ্জের জেলা পাবলিকের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গত ১০ জুন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে ঢাকার কাশেমপুর কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে তাকে গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলার গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়, কিছু সময় সেখানে রাখা হয়।
এরপর রাত সাড়ে দশটার দিকে জিএফ শাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশেমপুর কারাগারে পাঠানো হয়েছে। তাকে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গত রাত সাড়ে দশটার দিকে গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গোপালগঞ্জে জেলার কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মেডিকেল ভিসার ভারতের যাবার উদ্দেশ্যে সকালে জিএফ শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে জান কিন্তু তার পাসপোর্ট বক্ল থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যা সহ একাধিক মামলার আসামি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করেন। সেখান থেকে তাকে সরিয়ে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেধ। সেখান থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যার মামলার প্রথম আসামী, ঢাকার যাত্রাবাড়ী হত্যা মামলার এবং গোপালগঞ্জে আরো একটি মামলার একটি মামলার আসামি