চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ১৮ তম লাশ দাফন করলো ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক টিম


মোঃ জাবেদ হোসেনঃ গত ৩০মে‘২০ সকাল ১০টায় চাঁদপুর সদর হাসপাতালের আর. এম. ও. ডা. সুজাউদ দৌলা রুবেল মোঠ ফোন দিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম বলেন আইসোলেশন ওয়ার্ডে আবুল হাসানাত নামে ফরিদগঞ্জের একজন লোক মারাগেছে দাফনের ব্যাবস্থা করতে হবে।এর পরে
সদর উপজেলা সেচ্ছাসেবক সমন্বয়কারী মাওঃ আনোয়ার সাহেবকে টিম প্রস্তুত করার জন্য নির্দেশ প্রদান করতে বলেন চাঁদপুর জেলা শাখা প্রধান রা।
সদর হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি। আইশোলেশন বেড থেকে লাশ নামিয়ে এম্বুলেন্স যোগে, দাফনের জন্য নিজ এলাকা রাজাপুরে ২টায় জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়।
সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন কেরছেন:
টিম প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি
শেখ মোঃ জয়নাল আবদিন , উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন রাশেদসানী,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওঃ আনোয়ার আল নোমান,ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ হেলাল আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ,চাঁদপুর শহর শাখার সহ সভাপতি মাওঃ আখতার হোসাইন এ ছাড়া সার্বিক সহযোগীতায় ছিলেন, আল আমিন সোহেল ও আশেক এলাহি। দেশের এ ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে যারা এ সু মহান দায়িত্ব পালন করে যাচ্ছে।
জুনায়েদ/পথিক নিউজ