চাঁদপুরে কোরানা বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন আব্দুল্লাহ আল মাহমুদ জামান

মোঃ জাবেদ হোসেনঃ গত ২২ জুন সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের এর কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কচুয়া (চাঁদপুর পৌর শহরে সপরিবারে বসবাস করেন) মাহবুবুর আলম ও এডভোকেট আকাশ। এই দুজনের প্রথমজন পরিবারের আরো তিনজন সদস্যসহ এবং দ্বিতীয়জন একা করোনা পজিটিভ হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে দুজনেই আজ করোনা বিজয়ী। সবার গত কয়েকদিন আগে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাদের মুখে উপস্থিত সবাই শুনলাম করোনা জয়ের অভিজ্ঞতা।
জেলা প্রশাসন, চাঁদপুরের পক্ষ থেকে করোনা বিজয়ী এই দুজনকে আজ ফুলেল অভিনন্দন জানান চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামা।
তিনি বলেন
আমরা আশা ও প্রার্থনা করি করোনা আক্রান্ত সবাই এইভাবে আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।