ছেলের স্মৃতি রক্ষায় ১০ টাকায় চিকিৎসা দিচ্ছেন বাবা

লেখক: কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছেলের স্মৃতি রক্ষায় ১০ টাকায় চিকিৎসা দিচ্ছেন বাবা

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মিঠাখালী বালি ফিল্ডে ক্যানিং বিজ্ঞান মঞ্চ ও ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে বিগত তিন বছর ধরে একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। মরহুম ডঃ সফিক আহমেদ লস্কর ও স্বর্গীয় বিহারী লাল দাসের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই চিকিৎসালয়ের নেতৃত্বে রয়েছেন ডাঃ লিয়াকত আলী লস্কর।

দরিদ্র ও অসহায় মানুষের সেবার লক্ষ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তিনি। এই কেন্দ্রটিতে চক্ষু ও কানের বিশেষজ্ঞ চিকিৎসকরাও রোগী দেখছেন। ভবিষ্যতে আরও বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে ডাঃ লিয়াকত আলী লস্করের, যাতে এলাকার গরিব মানুষেরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন।

ডাঃ লিয়াকত আলী লস্করের এই মহতী উদ্যোগের পেছনে রয়েছে এক আবেগঘন কারণ। তার ছোট ছেলে, ডঃ সফিক আহমেদ লস্কর, তিন বছর আগে আকস্মিকভাবে মারা যান। এই শোকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তার মা। ছেলের স্মৃতিকে অমলিন রাখতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে তিনি এই ১০ টাকার চিকিৎসা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন।

এই মানবিক উদ্যোগের সুফল পাচ্ছেন বহু দরিদ্র মানুষ। চিকিৎসা নিতে আসা আনোয়ারা বেগম ও সুপ্রিয়া দাসের কথায়, “মাত্র ১০ টাকায় এত ভালো চিকিৎসা পাওয়া সত্যিই আশ্চর্যের বিষয়। এখানকার ডাক্তারবাবুরা আন্তরিকভাবে রোগীদের দেখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।”

ছেলের স্মৃতি রক্ষায় ১০ টাকায় চিকিৎসা দিচ্ছেন বাবা

ছেলের স্মৃতি রক্ষায় ১০ টাকায় চিকিৎসা দিচ্ছেন বাবা

চিকিৎসালয়ের অন্যান্য চিকিৎসক, যেমন ডঃ পম্পা মণ্ডল, শামীম আহমেদ লস্কর ও সানজিদা শেখ জানিয়েছেন, আগামী দিনেও এই পরিষেবা অব্যাহত থাকবে এবং ১০ টাকার বেশি ফি নেওয়া হবে না।

এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক চিকিৎসকের কথায়, “অসহায়, দরিদ্র মানুষের কথা ভেবে যে উদ্যোগ ডাঃ লিয়াকত আলী লস্কর নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ সমাজে বিরল। আমরা চাই, তার স্বপ্ন বাস্তবায়িত হোক।”

সত্যিই, যখন বাণিজ্যিকীকরণের যুগে চিকিৎসা অনেকের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন ক্যানিং মিঠাখালীর এই দাতব্য চিকিৎসা কেন্দ্র এক আশার আলো হয়ে উঠেছে অসংখ্য মানুষের জন্য।

  • চিকিৎসা দিচ্ছেন বাবা
  • ছেলের স্মৃতি রক্ষায় ১০ টাকায়