জনপ্রিয় টেলর সুইফটকে হারিয়ে দিলেন “ফির লে আয়া দিল’র অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক :এবার পাশ্চাত্য সঙ্গীত জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফটকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয় সঙ্গীত দুনিয়ার অনেককেই ছাপিয়ে জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের হিসেব বলছে, ভক্তদের সংখ্যার নিরিখে টেলর সুইফটকে হারিয়েছেন অরিজিৎ সিং।

জানা যায়, স্পটিফাইয়ে এখন তার ভক্ত সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের ভক্ত সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। এছাড়া হলিউডের নতুন প্রজন্মের গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।

ভারতের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বাইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিলের…” মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তার কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন ভক্ত অনুরাগীরা।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *