জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হলো নিউ দেওয়ানী ভোজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট।

মোঃ শরীফ বক্স সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ- গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অত্যাধুনিক নান্দুনিক ডিজাইন ও মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠা, নিউ দেওয়ানী ভোজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট শুভ উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির আসন গ্রহণ করেন করেন, জন নন্দিত গণ মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া সাবে
ক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি,
২) উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকেয়া বেগম, সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান শফিক।
এসময় আরও উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরউদ্দিন বদু, ব্রাহ্মণবাড়িয়া গ্রেন্ড মালেকের সত্বাদিকারী আবদুল মালেক, সরাইল দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
সবশেষে সরাইল শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমানুল্লাহ হুজুরের মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নিউ দেওয়ানী ভোজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট প্রতিষ্ঠানটির শুভ সুচনা করা হয়।