জয়পুরহাটে ১৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে দুটি পৃথক অভিযানে ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকাল ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫

আসামি আমানত (৫৮) জয়পুরহাট সদর উপজেলার ধলাধার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে ও ফিরোজ (৩৭) সদর উপজেলার নাকুড়িয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজ ক্ষেতলাল ও পাঁচবিবি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আমানত ও ফিরোজকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গত ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি ফিরোজ ও আমানতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *