ঝিনাইদহে কালীগঞ্জে ইউনিলিভার ডিপোতে আবারো চুরি


মানিক ঘোষ : ঝিনাইদহের কালীগঞ্জ নিশ্চিন্তপুরে এআর ট্রেডাস(ইউনিলিভার ডিপোরেত) আবারও চুরির ঘটনাঘটেছে। গত রাতে চোরো দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে অফিস রুমে প্রবেশ করে ৭টি ট্যাব, নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় জানানো হয়েছে বলে ইউনিলিভার কর্তৃপক্ষ জানিয়েছে।
কালীগঞ্জ অফিসের ম্যানেজার কবির জানান, গত রাতে চোর তাদের অফিসের দ্বিতীয় তলার জানালা এবং দরজা ভেঙে অফিস রুমে প্রবেশ করে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। এ সময় ড্রয়ারে থাকা ৭টি ট্যাব এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো জানান, এর আগে গত ২০১৯ সালের ৩ নভেম্বর এই ডিপোতে চুরির ঘটনা ঘটে। এ সময় এক চোরকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আটক করে।