ঝিনাইদহে নতুন করে আরও ১৪জন করোনায় আক্রান্ত,জেলায় সর্বমোট ২০৯জন মৃত-৩


মানিক ঘোষ : ঝিনাইদহে ১-৭-২০২০ইং তারিখ কুষ্টিয়া ল্যাব থেকে ৭২ জনের নমুনার ফলাফল এসেছে,এর ভিতর ১৪ জনের ফলাফল পজেটিভ।৫৮জনের নেগেটিভ।সদরে-৬ জন,কালিগঞ্জে-৪জন,শৈলকুপায়-৪জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০৯ জন,মোট মৃত্যুর সংখ্যা ৩,মোট সুস্থ ৮৯জন,মোট সংগৃহীত নমুনার সংখ্যা ২৩০৮।সকাল ১০টাই চ্যানেল এস টিভিকে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।