ঝিনাইদহে পাকা প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-এমপি আনার


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে ঘোড়াশাল ইউনিয়নে পাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।সেই সাথে সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।
সোমবার সকালে পাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পরিচালনা পরিষদের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ
থানা প্রাথমিক শিক্ষা অফিসার সুধাংশু বিশ্বাস,ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, জেলা পরিষদের সদস্য অলিম্পিক বিশ্বাস,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিত্ত কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক রঞ্জিত কুমার বিশ্বাস,ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মুফাজেল হোসেন,ক্যাম্প ইনচার্জ বদিউর রহমান,স্কুল প্রধান শিক্ষক দিলরুবা খাতুন,
প্রমুখ।
এম পি আনোয়ারুল আজীম আনার তার বক্তব্যে বলেন, এলাকার মানুষ আমার খুবই প্রিয়। এখানকার যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা, মসজিদ ও কবরস্থানের, শিক্ষা প্রতিষ্ঠা উন্নয়ন করা হচ্ছে।এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার সবই করা হবে।