টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

লেখক: গৌরাঙ্গ বিশ্বাস
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

গৌরাঙ্গ বিশ্বাস :  টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে শফিউল্লাহ মিয়া (৪৭) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা টিমের পিসি (প্লাটুন কমান্ডার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব আহমেদ জানান, ঈদ উপলক্ষে ছুটি কাটাতে তিনি নিজ গ্রামে এসেছিলেন। ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে উপজেলা হাসপাতালের সামনে পৌঁছালে একটি মাটি পরিবহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দেয় এবং একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার, এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • কমান্ডার নিহত
  • টাঙ্গাইলে
  • ট্রাকচাপায় আনসার