ডায়েরি ঃআমার ব্যক্তিগত ডায়েরি


আমার ব্যক্তিগত ডায়েরি ; কখনো কী দেখতে চেয়েছিলে
কখনো কী মনে মনে খুজেছিলে
কখনো কী মনে মনে ভেবেছিলে ‘কী লিখা আছে এই ডায়েরিতে’
লুকিয়ে কী কভু পড়তে চেয়েছিলে,
আমার ব্যক্তিগত ডায়েরি!!
হয়তো না। ভেবেছো, “কারো ব্যক্তিগত কিছু ধরা বারন”
তবে, তুমি কী নও আমার ব্যক্তিগত?
তুমিও তো আমার আপন ছিলে তবে কেন নয়?
কখনো কী ভেবেছিলে, “আমায় নিয়ে সে কিছু লুখেছে কী?”
কখনো কী জানতে চেয়েছিলে, “তোমায় বলতে না পারা কোনো কথা ডায়েরিতে আছে কী না”
“তোমাকে না দেয়া কোনো চিঠি লুকিয়ে রেখেছি কী না” হয়তো না।
আমার ব্যক্তিগত ডায়েরি!! এ এক অদ্ভুত অনুভূতি…..
কিছু বলতে চাওয়া হাজারো কথার মাঝে কিছু বলতে না পারা মূল্যবান বানী; লুকিয়ে রাখা অসংখ্য অনুভূতি সব যেনো ডায়েরির পাতা খুললেই মনের মাঝে ভীড় জমিয়ে রাখে
‘সে এক অদ্ভুত রাজ্য আমার!’.
সেখানে সকলে আমার কথা শুনতে ব্যকুল আমার খুশিতে হাসতে ব্যকুল আমার দুঃখে কাঁদতে-ও ব্যকুল এ আমার ব্যক্তিগত ডায়েরি!!
যেখানে আছে অব্যক্ত কিছু গল্প ছন্দ হীনা কিছু মায়াবী কবিতা এ আমার ব্যক্তিগত ডায়েরি!! এ আমার ডায়েরি
লেখিকাঃ
আরিয়ানা আমীর