ডিজিটাল সিকিউরিটি আইনের মামলাগুলো চলবে, কমবে সাজা – আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক রিপোর্ট : ডিজিটাল সিকিউরিটি আইনে যে মামলাগুলো আছে সেগুলো সে আইনেই চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিভিন্ন ধারায় পরিবর্তন এনে সাজা কমানো হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) সাইবার সিকিউরিটি আইনের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সেখানে যেসব জায়গায় সাজা বেশি আছে সেগুলো কতটুকু কমানো যায়- সংবিধানের মধ্যে থেকে তা নিয়ে কাজ চলছে।

সংসদে বিল উত্থাপনের পর তা পরিষ্কার হবে।
আনিসুল হক বলেন, নীতিগত অনুমোদনের পর গেল ১৪ দিনে অনলাইনে যত মতামত আসছে সাইবার সিকিউরিটি আইন নিয়ে সেগুলো আমলে নিয়েই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী সংসদ বসবে ৩ সেপ্টেম্বর। এর আগে এই আইন নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশীজনদের সাথে আলোচনা করা হবে। তাদের মতামত নেয়া হবে। সেসব মতামত আমলে নিয়েই সংসদে উত্থাপন করা হবে আইনটি।

মন্ত্রী বলেন, শুধুমাত্র টেকনিক্যাল অপরাধ সংক্রান্ত ধারাগুলোকে এই আইনে অজামিনযোগ্য রাখা হয়েছে। বাকি সব ধারা জামিনযোগ্য করা হয়েছে। এগুলো সবই পরিবর্তন করা হয়েছে। তাই যারা বলছেন নতুন আইনে কোনো পরিবর্তন হয়নি তারা না বুঝে বলছেন।

তিনি আরও বলেন, নতুন আইনে সাজা কমিয়ে জরিমানা রাখা হয়েছে, যার পরিমাণও কমানো হয়েছে আগের আইনের থেকে। আগের আইনের আপত্তি থাকা অনেকগুলো ধারাই একরকম পরিবর্তন হয়েছে। সঠিক সাংবাদিকতার হয়রানি হয় এমন কোনো ধারা এখানে রাখা হয়নি।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *