ঢাকা – আজিমপুর দায়রা শরীফে ২১ জুন ইসালে সাওয়াব মাহফিল

লেখক: মোঃসাইফুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জেলা প্রতিনিধি, ঢাকা আজিমপুর দায়রা
শরীফের সাবেক গদ্দীনশীন পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের। উনি উক্ত দরবারের প্রতিষ্ঠাতা আলা হযরত শাহ্ সূফী সাইয়্যেদ মোহাম্মদ দায়েম ( রহ.) এর বংশানুক্রমে সপ্তম পুরুষ। সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের ঢাকা – আজিমপুর দায়রা শরীফে (১৯৪৭ ইং) সনে জন্মগ্রহণ করেন। আজিমপুর দায়রা শরীফ’ অন্যতম। সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের (১৯৬৫ ইং) সনে আলহাজ্ব শাহ্ সূফী সাইয়্যেদ হযরত মাওলানা ওয়ালীউল্লাহ সানী ( রহ.) এর কাছে বায়আত গ্রহণ করেন এবং হযরত শাহ্ সূফী সাইয়্যেদ ফজলুল্লাহ ( রহ.) ও হযরত শাহ্ সূফী সাইয়্যেদ মাওলানা সাইফুল্লাহ ( রহ.) এর সোহবতে থেকে যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৪ ইং সনে নায়েবে মুতাওয়াল্লী ও যুগ্ম মুতাওয়াল্লী হিসেবে উক্ত দরবারের খেদমত করেন। ১৯৯৮ ইং সনে তার ভাইজান কেবলার ইন্তেকালের পর। গদ্দীনশীন ও মুতাওয়াল্লী হিসাবে আজিমপুর দায়রা শরীফ খানকাহ’র দায়িত্বভার গ্রহণ করে সুষ্ঠুভাবে খেদমত করে গেছেন। উল্লেখ : গত ২০২৩ সালে, ২৫ জিলহজ্জ শুক্রবার ইন্তেকাল করেন। আগামী ২১ জুন শনিবার বাদ মাগরিব হুজুরের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা – আজিমপুর দায়রা শরীফের সকল মুরিদান আশেকান ভক্ত বৃন্দ উক্ত মাহফিলে, আমন্ত্রিত।