জেলা প্রতিনিধি, ঢাকা আজিমপুর দায়রা
শরীফের সাবেক গদ্দীনশীন পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের। উনি উক্ত দরবারের প্রতিষ্ঠাতা আলা হযরত শাহ্ সূফী সাইয়্যেদ মোহাম্মদ দায়েম ( রহ.) এর বংশানুক্রমে সপ্তম পুরুষ। সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের ঢাকা – আজিমপুর দায়রা শরীফে (১৯৪৭ ইং) সনে জন্মগ্রহণ করেন। আজিমপুর দায়রা শরীফ’ অন্যতম। সাইয়্যেদ আহমাদুল্লাহ জোবায়ের (১৯৬৫ ইং) সনে আলহাজ্ব শাহ্ সূফী সাইয়্যেদ হযরত মাওলানা ওয়ালীউল্লাহ সানী ( রহ.) এর কাছে বায়আত গ্রহণ করেন এবং হযরত শাহ্ সূফী সাইয়্যেদ ফজলুল্লাহ ( রহ.) ও হযরত শাহ্ সূফী সাইয়্যেদ মাওলানা সাইফুল্লাহ ( রহ.) এর সোহবতে থেকে যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৪ ইং সনে নায়েবে মুতাওয়াল্লী ও যুগ্ম মুতাওয়াল্লী হিসেবে উক্ত দরবারের খেদমত করেন। ১৯৯৮ ইং সনে তার ভাইজান কেবলার ইন্তেকালের পর। গদ্দীনশীন ও মুতাওয়াল্লী হিসাবে আজিমপুর দায়রা শরীফ খানকাহ’র দায়িত্বভার গ্রহণ করে সুষ্ঠুভাবে খেদমত করে গেছেন। উল্লেখ : গত ২০২৩ সালে, ২৫ জিলহজ্জ শুক্রবার ইন্তেকাল করেন। আগামী ২১ জুন শনিবার বাদ মাগরিব হুজুরের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা – আজিমপুর দায়রা শরীফের সকল মুরিদান আশেকান ভক্ত বৃন্দ উক্ত মাহফিলে, আমন্ত্রিত।