ঢাবি শিক্ষার্থী শাহারিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবীতে ভোলা বিভিন্ন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লেখক: Fahmida Firoz
প্রকাশ: ১ মাস আগে

ভোলা প্রতিনিধি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা সদর উপজেলা 11 নং ভেদুরিয়া ইউনিয়ন ও ব্যাংকের হাট কোঃঅপারেটিভ ডিগ্রি কলেজের ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুর 10 টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয় ব্যাংকের হাট কোঃঅপারেটিভ হাই স্কুল মাঠে থেকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদল হাসনাইন আহমেদ বুলবুল তিনি তখন বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ আর রহমান হল শাখা ছাএদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেধাবী ছাত্র শাহরিওয়ার আলম সাম্য হত্যা বিচার চাই প্রশাসনের কাছে।

আরো উপস্থিত ছিলেন ভোলা ব্যাংকের হাট কোঃঅপারেটিভ ডিগ্রি কলেজের ছাত্রদল মোঃ মামুন হাওলাদার আরো ছিলেন ভেদুরিয়া ইউনিয়নে বিএনপি ছাত্রদল নেতা তরিকুল ইসলাম নাহিদ এবং মোঃ সোহেল রানা নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।