তাছলিমা আক্তার মুক্তার কবিতা

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
তাছলিমা আক্তার মুক্তার কবিতা

ঈদের খুশি
তাছলিমা আক্তার মুক্তা

ঈদ মানে কি জানো তুমি ?
ঈদ মানে তো পরিবারের
হাসি খুশি মুখ ।

ঈদ মানে কি জানো তুমি ?
ঈদ মানে তো শত ব্যস্ততায়
আশায় বাঁধা বুক ।

ঈদ মানে কি জানো তুমি ?
ঈদ মানে তো একটা দিনে
হাজার রকম সুখ ।

ঈদ মানে কি জানো তুমি ?
ঈদ মানে তো সকল বেধাবেদ
ভুলে যাওয়ার দিন ।

ঈদ মানে কি জানো তুমি ?
বুকের সাথে বুক মিলিয়ে
ক্ষমা চাওয়া সব ঋণ ।

আজকে হলো এক বছর পরে
ঘুরে আসা একটা ঈদের দিন
সকলে ঈদের শুভেচ্ছা নিন

  • তাছলিমা আক্তার মুক্তার কবিতা