‘তাণ্ডব’র শুটিংয়ে অসুস্থ ছিলেন শাকিব, লুকিয়ে খেতেন ওষুধ

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
‘তাণ্ডব’র শুটিংয়ে অসুস্থ ছিলেন শাকিব, লুকিয়ে খেতেন ওষুধ

ঈদে মুক্তি পেলেও এখনও পর্দা কাঁপিয়ে চলছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’। আলোচিত এই সিনেমাটি ঘিরে অনেক কথায় সামনে আসছে। জানা গেল মেগাস্টার শাকিব খান নাকি অসুস্থ ছিলেন সিনেমার কাজের সময়।

সিনেমার পরিচালক রায়হান রাফী জানান, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা।


দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটার ভয়েস একেকরকম। খুব ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।’

সিনেমায় ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব খান। সে ঘটনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তার জ্বর ছিল- একটাবারের জন্যও বলেননি। বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিব।’

শাকিব প্রসঙ্গে রাফী আরও বলেন, ‘একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন। ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন।

এরপর ফ্লাইটে উঠে বলেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম, “আপনি বলেন নাই কেন”, বললেন, “তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।”

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো।
  • ‘তাণ্ডব’র শুটিংয়ে অসুস্থ ছিলেন শাকিব
  • লুকিয়ে খেতেন ওষুধ