তিতাসে সাবেক রাষ্ট্রপতি হোসেইন মহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে আলোচনাসভা ও মিলাদ মাহফিল


হালিম সৈকত: সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তিতাস উপজেলা জাতীয় পার্টি। ১৪ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় তিতাস উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (হোমনা-তিতাস) কুমিল্লা -২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূইয়া। কিন্তু তিনি কেন্দ্রীয় নেতা হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে রংপুর সফরে যান পল্লীবন্ধুর কবর জিয়ারতের উদ্দেশে। তাই তিনি উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি ভিডিও কনফারন্সে সকলের সাথে কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ টি এম মঞ্জুরুল ইসলাম শামীম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন, তিতাস উপজেলা জাপার সহ সভাপতি রেজাউল করিম মাষ্টার, তিতাস উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সওদাগর, নাজির মোল্লা, হোমনা উপজেলা জাতীয় যুব-সংহতির সভাপতি মোঃ সরকার মুকুল মাহমুদ, হোমনা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক
হাজি মোবারক হোসেন মিন্টু, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির মুন্সি, হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এয়ার আল আমিন শাওন, জিয়ারকান্দি ইউনিয়ন জাপার সভাপতি মোঃ খালেক মোল্লা, মজিদপুর জাপার সভাপতি মোঃ ইমাম হোসেন, কড়িকান্দি ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল রিপন, জগতপুর ইউনিয়ন জাপার সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, বলরামপুর ইউনিয়ন জাপার সভাপতি শেখ ফরিদ প্রধান, নারান্দিয়া ইউনিয়ন জাপার সভাপতি মোঃ হুমায়ূন কবির, তিতাস উপজেলা জাপার সদস্য আজহারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, তিতাস উপজেলা মহিলা পার্টির সভাপতি শেফালী বেগম, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য হালিমা খাতুন রত্না ও তিতাস উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান (আবু সাঈদ) প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী।
আলোচনা সভায় বক্তরা বলেন, তিতাস হোমনার গণ মানুষের নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমির হোসেন ভূইয়া তিতাস হোমনায় যে উন্নয়ন করেছেন তা ৭১ এর পর আর হয়নি। তিতাস হোমনায় তিনি যে সকল রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য উন্নয়ন করেছেন তা আর কেউ করতে পারেন নি। তিনি কোন ধোঁকাবাজিতে নেই। উনার আমলে কোন চাঁদাবাজি হয়নি। তিনি যে উন্নয়ন করেছেন তার সুফল এখন আমরা পাচ্ছি। আগামীতে তিনি আবার এমপি হিসেবে ফিরে আসবেন। আলোচনা সভা শেষে পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।