তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন


হালিম সৈকত: সোনাকান্দা উত্তরপাড়া জামে মসজিদ, তাড়িয়াকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ, আসমানিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও আসমানিয়া হাজী আব্দুর রশিদ মেম্বার জামে মসজিদে এক যোগে মিলাদ দোয়ার আয়োজন করা হয়েছে তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খাঁনের সুস্থতার জন্যে। সোনাকান্দা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি মোঃ সবুজ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ১০ জুলাই জুম্মার নামাজের পর এই দোয়ার আয়োজন করা হয়।
করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা, তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খাঁনের কোভিড-১৯ পজিটিভ।
মহামারী করোনাভাইরাস এর প্রার্দুভাবের শুরু থেকে তিতাস উপজেলার জনগোষ্ঠীর সুরক্ষা ও আক্রান্ত প্রতিরোধে দিন রাত বিরামহীন কাজ করেছেন তিনি।
UH&FPO এর এই করোনা দুর্যোগকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে দিন রাত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মানব সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি নিজেই করোনাভাইরাস এ আক্রান্ত হলেন। তাহার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা
করেন মোঃ সবুজ মিয়া।
মহান রাব্বুল আল আমিন তাকে পরিপূর্ণ সুস্থ করে আবারও মানব সেবায় নিয়োজিত হওয়ার তৌফিক এনায়েত দান করবেন এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরা।