তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

অনলাইন ডেস্ক: উজানের (ভারতীয়) ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারতের সিকিমসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যহত থাকায় দেশে তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত দু’দিন থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকাতেও চলছে টানা বর্ষণ। ফলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।

অপরদিকে, তিস্তার পানি উপচে তীরবর্তী বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, ডাউয়াবাড়ি ও সিন্দুর্ণা, আদিতমারীর মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি রাস্তাঘাট ও পানিতে তলিয়ে গেছে আমনক্ষেত।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *