তোমারই চেনা তবু অচেনা


ভালবাসা বা অনুভূতি যদি বাজারে কিনতে পেতাম,
তোমার না থাকায় আর একটা কিনে নিয়ে হৃদয়ে রেখে দিতাম।
একা একাই তোমার সাথে কথা বলি।
তোমার অনুপস্থিতিতে, তোমার সাথেই কথা বলি।
তোমার চলে যাওয়া মন থেকে সহ্য করার ক্ষমতা নেই।
হয়তো তাই, দিন দিন দূর্বল হয়ে পরছি।
তোমাকে ছাড়া আমার কবিতা গুলোও শব্দ হারিয়ে বসে আছে।
স্মৃতিগুলো এখনো ডায়েরীর পাতাগুলোয় বন্ধ করে রেখেছি।
যদি তোমার মতো হারিয়ে যায়!!
এই ভয়ে।
এই স্মৃতিই তো এখন তোমাকে মনে রাখার একমাত্র পথ।
অবশ্য তোমাকে ভুলা আমার পক্ষে সম্ভব না।
হাজারো মানুষের ভিড়ে তুমি আমার একজন।
যাকে, যতদিন দেহে প্রান আছে ভালবেসে যেতে চাই।
যে আমার অমাবস্যার মধ্যরাত্রে পূর্নিমার আলো….
যে মেঘলা দিনে আমার সূর্যের কিরন।
কি যে ভুল ছিলো, আজও খুঁজে দিলে না!!
হয়তো অক্ষমতাটাই তোমার চোখে বড় হয়ে ধরা দিয়েছিল।
কিন্তু হৃদয়ের পবিত্র ভালবাসা নজরে আসেনি।
তবুও তুমি ঠিক।
তোমার যা মতামত তাই হবে।
এর পর কিছু বলার ক্ষমতা আমি রাখতে চাই না।
ভালো থেকো।
তোমারই চেনা তবু অচেনা
