দুর্বৃত্তদের হামলায় ‘ সৃজন চিন্তা’ সম্পাদক তনন নিহত


পথিক রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্যে সরব মুখ, সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ‘সৃজন চিন্তা’ সম্পাদক উদীয়মান তরুণ কবি, ‘একুশে সৃজন’ ও ‘দশ দিগন্তের’ দুটি কাব্যগ্রন্থের সম্পাদক সৈয়দ মোনাব্বির আহমদ তনন অদ্য দুপুরে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে দুষ্কৃতকারীদের হামলায় মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকায় নেবার পথে সন্ধ্যায় মৃত্যু বরণ করে। সে অত্যন্ত কষ্ট করে চাকুরী ও টিউশনী করে পৌর কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে। সদা হাস্যোজ্জ্বল তনন ছিল অজাতশত্রু। দীর্ঘ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতি অঙ্গনকে সে সরব করে রেখেছিল। তার মৃত্যু সংবাদ শুনে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে। অনেকে তার মৃত্যু সংবাদ শোনে ক্ষোভ প্রকাশ করেন। তার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে তননের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পোস্টমর্টেমর জন্য নেয়া হচ্ছে। সে নাসিরনগরের আলিয়ারা গ্রামের সৈয়দ শিব্বির আহমের পুত্র।