ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোহাম্মদপুর সাহিত্য একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো কবি গোলাম মোহাম্মদ মোস্তফার কাব্যগ্রন্থ “দৃশ্য ও মন”-এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। শিল্প-সাহিত্যের আবহে ভরপুর এ আয়োজনে কবি-সাহিত্যিক, গবেষক, সাংবাদিকসহ সংস্কৃতিমনা শ্রোতাদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বইটি প্রকাশ করেছে পথিকটিভি পাবলিকেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল।
আলোচনা পর্বে বক্তারা “দৃশ্য ও মন” কাব্যগ্রন্থের শিল্পমান, চিন্তাভাবনার গভীরতা ও সমসাময়িক বাস্তবতার বর্ণনায় কবির মুন্সিয়ানার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্য রাখেন: কথা সাহিত্যিক রফিকুর রশিদ, অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি মহিবুর রহিম, সাংবাদিক আল আমিন শাহিন, কবি সাদমান সাহিদ, কথা সাহিত্যিক আমির হোসেন, কবি লিটন হোসাইন জিহাদ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠের মধ্য দিয়ে কবির সাহিত্যচিন্তা ও ভাষার নান্দনিক প্রকাশ তুলে ধরেন আবৃত্তিকাররা। আবৃত্তি পর্বটি ছিল দর্শক-শ্রোতাদের জন্য এক আবেগঘন সাহিত্যিক অভিজ্ঞতা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি-সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা।
“দৃশ্য ও মন” কাব্যগ্রন্থটি সময়, সমাজ ও স্বপ্নের দোলাচলে মানুষের অন্তর্লোকের কথকতা তুলে ধরেছে সূক্ষ্ম শব্দচিত্রে—এমনটাই মত বিশিষ্ট সাহিত্যবোদ্ধাদের।
আয়োজনটির সুচারু সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান রিপন। এই আয়োজন বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য নিঃসন্দেহে ছিল এক অনন্য প্রাপ্তি।