স্টাফ রিপোর্টার,আলহামদুলিল্লাহ দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডশনের পক্ষ ৮০০ বোতল পানি বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আযাহা দিনে প্রচন্ড গরমে মুসল্লিদের একটু প্রশান্ত দেয়ার জন্য প্রবাসীদের এই উদ্যোগ।
শামসুর রহমান শুভ বলেন, এই মহৎ কাজটি যারা করেছেন তারা হচ্ছেন আমাদের দেওড়া গ্রামের এবং আমাদের দেশের রেমিট্যান্স যুদ্ধা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি দূর প্রবাসে থেকেও গ্রামের প্রতি আপনাদের এই ভালোবাসা দেখার মতো। আমরা দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ।
আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন এবং সুস্থ রাখেন ।
আপনাদের এই দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এমন হাজারো ভালো কাজ হউক।
আল্লাহ আপনাদের এই উদ্যোগ এবং এই কাজকে কবুল করুক।
একজন মুসল্লী বলেন, আজকে প্রচন্ড গরমের মাঝে যে প্রবাসীরা আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করছে তাদের জন্য মন থেকে অনেক অনেক ও শুভকামনা রইল। আমরা চাই প্রবাসীরা সবসময় সুস্থ থাকুক,ভালো থাকুক।